ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে শ্রীলংকা
Comments are closedলিডসে তিন ম্যাচ সিরিজের তৃতীয় দিনের খেলায় বিকেল ৪টায় স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সফরকারী শ্রীলংকা। খেলাটি সরাসরি দেখাবে ষ্টার স্পোর্টস-ওয়ান। এর আগে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বেয়ারস্টোর সেঞ্চুরিতে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে ইংলিশরা। জবাবে লঙ্কানরা ব্যাট করতে নেমে অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৯১ রানে গুটিয়ে যায়। এর ফলে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে কোন উইকেট না হারিয়ে ১ রান করে সফরকারীরা। সবশেষ ২০১৪ সালে এই মাঠেই ইংলিশদের বিপক্ষে দুই ম্যাচ সিরিজ ১-০তে জিতেছিল লঙ্কানরা।