ইউনেস্কোর কনভেনশন্স কমিটির নির্বাহী হলেন ড. কামাল আব্দুল নাসের
Comments are closedজনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীকে নির্বাহী বোর্ডের কনভেনশন্স অ্যান্ড রেকমেন্ডেশন্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছে ইউনেস্কো। সকালে ইউনেস্কোর সদর দফতর প্যারিসে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের ১৯৯তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে কমিটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কনভেনশন্স অ্যান্ড রেকমেন্ডেশন্স কমিটি ইউনেস্কোর ৫টি স্থায়ী সাব সিডিয়ারি কমিটির মধ্যে অন্যতম। গুরুত্বপূর্ণ এ কমিটির সদস্য সংখ্যা ৩০ জন।