ইয়েমেনের সরকারি সেনা ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষ; নিহত ৭৫
Comments are closedইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে সরকারি সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষে অন্তত ৭৫জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। দেশটির সেনাবাহিনী জানায়, দুদিন আগে সরকারী বাহিনীর নিয়ন্ত্রণ নেয়া হারাদ শহরে হুতি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। সংঘর্ষে ২৮ সেনা সদস্য নিহত হয় বলেও জানায় দেশটির সেনাবাহিনী। এদিকে, এই ঘটনার পর সাধারণ মানুষের জন্য ইয়েমেনে টিকে থাকাটা দিন দিন কঠিনতর হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন দেশটিতে অবস্থানরত জাতিসংঘের শিশু তহবিল-ইউনিসেফের প্রতিনিধি জুলিয়েন হারনেইস।