ইরাকে ৪০ আইএস সদস্যের মৃত্যুদণ্ড
Comments are closedইরাকে সাবেক একটি মার্কিন ঘাঁটিতে দেড় হাজারেরও বেশি সেনা সদস্যকে হত্যার দায়ে ৪০ আইএস সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের একটি আদালত। ক্যাম্প স্পেইসার থেকে এই সেনা সদস্যদের ধরে নিয়ে হত্যা করে আইএস। এরপর, ২০১৪ সালের জুনে আইএস জঙ্গিরা অনলাইনে হত্যার ভিডিওটি প্রকাশ করে। গেল বছরের শেষ দিকে ইরাকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তিকরিতের কাছে ১২টি গণকবর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।