ইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু
Comments are closedইরানের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ছয়টা পর্যন্ত। ২৯০টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ছয় হাজার ২২৯ জন প্রার্থী। যার মধ্যে নারী প্রার্থী ৫৮৬ জন। প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার এবারের নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটের মাধ্যমে ২৯০ জন সংসদ সদস্য এবং ৮৮ জন বিশেষজ্ঞ পরিষদ সদস্য নির্বাচন করা হবে। পার্লামেন্টের মেয়াদ চার বছর। আর ধর্মীয় নেতাদের প্রভাবশালী বিশেষজ্ঞ পরিষদের মেয়াদ আট বছর। তাঁরাই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করবেন। পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের দুটিতেই বর্তমানে রক্ষণশীলদের আধিপত্য রয়েছে । তবে, উদারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির রাজনৈতিক ও সামাজিক সংস্কারের চেষ্টার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এই নির্বাচনকে।