ইসরায়েলী পুলিশের গুলিতে আরও দুই ফিলিস্তিনী নিহত
Comments are closedজেরুজালেমে ইসরায়েলী পুলিশের গুলিতে আরও দু’জন ফিলিস্তিনী নিহত হয়েছেন। ১৪ দিন ধরে চলা এ সহিংসতায় এ নিয়ে নিহত হয়েছে অন্তত ৩২ জন ফিলিস্তিনী। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, জেরুজালেমে দামেস্ক গেটের কাছে স্থানীয় সময় বুধবার বিকেলে এক ফিলিস্তিনী তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলী পুলিশ। ওই তরুণকে তল্লাশি চালাতে গেলে তিনি পুলিশের ওপর ছুরি নিয়ে হামলা চালান বলে দাবি করে ইসরায়েলী পুলিশ। এছাড়া, একই দিন সন্ধ্যায় আরেক ফিলিস্তিনী তরুণকে গুলি করে হত্যা করা হয়।