ইসরায়েলী সেনাদের গুলিতে চার ফিলিস্তিনী নিহত
Comments are closedপশ্চিম তীর ও গাজায় ইসরায়েলী সেনাদের গুলিতে চার ফিলিস্তিনী নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ফিলিস্তিনী স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার ইসরায়েল সীমান্তে ‘ক্রোধ দিবস’ পালনকালে কয়েক হাজার ফিলিস্তিনীদের বিক্ষেভো গুলি চালায় ইসরায়েলী সেনারা। এ সময় ২৪ বছর বয়সী ইয়াহিয়া ফরহাত এবং ২০ বছর বয়সী মাহমুদ নামে দু’জন মারা যান। এছাড়া পূর্ব জেরুজালেমে আরও দুজন নিহত হয় বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।