ইসলমিক স্টেট-আইএসকে পুরোপুরি ধ্বংস করতে ফরাসী প্রেসিডেন্টের প্রতিজ্ঞা
Comments are closedমধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলমিক স্টেট-আইএসকে পুরোপুরি ধ্বংস করার প্রতিজ্ঞা করেছেন ফরাসী প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ। দেশটিতে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে গতরাতে পার্লামেন্টের উভয় কক্ষে দেয়া এক ভাষণে তিনি এ প্রতিজ্ঞার কথা জানান। ফ্রাসোঁয়া ওঁলাদ আরও বলেন,সিরিয়া হচ্ছে সন্ত্রাসী তৈরির কারখানা। তাই দেশটিতে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। এছাড়া, যেসব বিদেশী তাদের নিরাপত্তার জন্য হুমকি তাদের চিহ্নিত করে দেশে পাঠিয়ে দেবার প্রক্রিয়া তরান্বিত করা হবে বলেও জানান ফ্রান্সের প্রেসিডেন্ট। এদিকে তুরস্কে অনুষ্ঠিত জি-টুয়েন্টির বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলো আইএসের বিরুদ্ধে অভিন্ন পদক্ষেপ নেবার কথা ঘোষণা করেছে। এক বিবৃতিতে নেতারা বলেছেন, সন্ত্রাসের জন্য তহবিল যাতে কেউ জোগাড় করতে না পারে সেজন্য তারা দেশগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান ব্যবস্থা আরো জোরদার করবেন।