ঈদের আনন্দে বৃষ্টির বাগড়া
Comments are closedঈদের দিনও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। এরপর রাত থেকে শুরু হয় টানা বর্ষণ। ঈদের পরদিন যারা ঘুরতে বের হবেন বলে পরিকল্পনা ছিল তাদের আনন্দ অনেকটাই ম্লান করে দেয় শ্রাবণের এই বৃষ্টি। বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে রাজধানীর কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, সাতরাস্তা, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওসহ বিভিন্ন সড়কে। গুলশান, বনানীর মত অভিজাত এলাকার কিছু রাস্তাতেও পানি জমে যায়। সড়কে বাসের সংখ্যাও তুলনামূলক কম। এতে সাধারণ জনগণের পাশাপাশি রিক্সা, সিএনজি অটোরিক্সা চালকরা বেশী ভোগান্তিতে পড়েন। আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি চলতে পারে আরও কয়েক দিন। শুধু গত রাতেই ঢাকায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সবচেয়ে বেশী সীতাকুণ্ডে ১০৯ মিলিমিটার।