ঈদ যাত্রায় ভোগান্তির কারণ বিএনপি-জামায়াতের সহিংসতা: প্রধানমন্ত্রী
Comments are closedআন্দোলনের নামে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও না করলে ঈদে ঘরমুখি মানুষের যাত্রা আরও সহজ হত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বিরুলিয়া-আশুলিয়া মহাসড়ক, বিরুলিয়া সেতু, বান্দরবানের থানচি-আলীকদম সড়ক, রংপুর বিভাগীয় শহরের ৪ লেন মহাসড়ক এবং বি.আই.ডব্লিউ.টি.সি’র যাত্রীবাহী জাহাজ এম.ভি. মধুমতির উদ্বোধন করেন। এসময় তিনি ঘোষণা দেন, প্রত্যেক উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ এবং পার্বত্য জেলায় আবাসিক স্কুল করার। এছাড়া, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ যেন মধ্যম আয়ের দেশে পৌঁছাতে পারে সেজন্য সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।