উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কতা সংকেত
Comments are closedউত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মৌসুমী নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি বেলা ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮০ কিলোমিটার এবং মংলা সমুদ্র থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থান করছিল। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।