উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত
Comments are closedরোয়ানুর প্রভাবে কক্সবাজার উপকূল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং উপকূলীয় এলাকায় গাছ-পালা ও কাঁচা ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ৫১৬টি আশ্রয়কেন্দ্র ছাড়াও উপকূলীয় এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ উঁচু ভবনগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ১০টি মেডিকেল টিম। বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে সব ধরনের নৌযান উপকূলে অবস্থান করছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নিরাপদে উপকূলীয় অঞ্চল ছেড়ে না যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।