উৎসে কর কমায় ইএবি’র সন্তোষ
Comments are closedবাজেটে রপ্তানিমূখী পণ্যের দামের উপর আরোপিত উৎসে কর ১ শতাংশের পরিবর্তে দশমিক ৬ শতাংশ করায় সন্তোষ প্রকাশ করেছেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইএবি’র সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। সংস্থাটির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, প্রথমবারের মত সকল রপ্তানী খাতের জন্য একই হারে উৎসে কর নির্ধারণ করায় রপ্তানিখাতের সক্ষমতা বাড়বে। এছাড়া, তৈরী পোষাক শিল্পের জন্য ১০% হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো ও বিশেষ প্রণোদনা সহায়তার প্রস্তাব করে ইএবি। এমনটা না হলে, বিশ্ব বাজারে প্রতিযোগিতার টিকতে না পেরে দেশীয় বিভিন্ন কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কার কথা জানায় সংস্থাটি।