একটি দিনই না হয় উৎসর্গ করা হোক মায়েদের জন্য
Comments are closedবিশ্ব মা দিবস আজ। মা, পৃথিবীর মধুরতম শব্দ। একটি মাত্র অক্ষরের শব্দ ‘মা’, অথচ তাতেই যেন সমস্ত ভালোবাসা, আবেগের সম্মিলন। মায়ের ঋণ শোধ করা কিংবা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের জন্য হয়তো একটি দিন যথেষ্ট নয়, তবুও একটি দিনই না হয় উৎসর্গ করা হোক মায়েদের জন্য । ধন্যবাদ জানানোর এই ক্ষনিক উৎসব পূর্ণতা পাক প্রতিটি দিন। মা ও সন্তানের ভালোবাসার বন্ধন হয়ে উঠুক আরো দৃঢ়, আরো অটুট। মা দিবস নিয়ে মাফিয়া মুক্তার প্রতিবেদন।