একশ চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা
Comments are closedযুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসি প্রকাশিত বিশ্ব নেতাদের মধ্যে ১শ চিন্তাবিদের তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সচেতনতা তৈরিতে ভূমিকার জন্য ডিসিশন মেকার্স ক্যাটাগরিতে শীর্ষ ১৩ বুদ্ধিজীবীর মধ্যে রয়েছেন শেখ হাসিনা। একই ক্যাটাগরিতে এ বছর তার সঙ্গে আরও আছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিব। বিশ্বে পরিবর্তন আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট অবদান ও ধারণাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষমতা বিবেচনায় প্রতিবছর এই তালিকা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের এই সাময়িকীটি।