একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির কর্মসূচী
Comments are closedআসন্ন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওই দিন প্রথম প্রহরে জাতীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া, পরদিন ২২ ফেব্রুয়ারী রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিউশনে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।