এখনও কিছু জানাননি সাকা-মুজাহিদ, সময় পাবেন সর্বোচ্চ ৪৮ ঘন্টা
Comments are closedমানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদ এখন পর্যন্ত প্রাণভিক্ষার আবেদন করেননি। এমনটাই নিশ্চিত করেছেন কারা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাষ্ট্রপতির কাছে তারা আদৌ প্রাণভিক্ষার আবেদন করবেন কি না এব্যাপারেও কোন কিছু জানা যায়নি। তবে অপর এক অনুষ্ঠানে আইনমন্ত্রী জানিয়েছেন তারা ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় পাবেন। এদিকে দন্ডিত সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীদের অভিযোগ, দেখা করার আবেদন জানানো হলেও অনুমতি দেয়নি কারা কর্তৃপক্ষ।
গতরাতে ঢাকা কেন্দ্রী কারাগারের সামনে থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী জানিয়েছেন, আজ শনিবার আবারও আইনজীবীদের প্রবেশের অনুমতি চাওয়া হবে। এসময় তিনি বলেন, প্রাণ ভিক্ষা চাওয়ার মতো জীবনের বড় সিদ্ধান্ত নেয়ার জন্যই আইনজীবীদের সঙ্গে কথা বলতে চেয়েছেন তার বাবা, কিন্তু কারা কতৃপক্ষ সে অনুমতি না দেয়ায় আজ আবারো তারা দেখা করার আবেদন করবেন।
তবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার জন্য সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পেতে পারেন বলে গতকাল গণমাধ্যমকে জানিয়েছেন আইনমন্ত্রী আইনমন্ত্রী বলেন, আসামিদের রায় পড়ে শোনানোর পর থেকেই সময় গণনা শুরু হয়ে যায়। সে হিসেবে আর খুবই অল্প সময় বাকী আছে। এই সময়ের মধ্যেই তাদের সিদ্ধান্ত জানাতে হবে, আর এই সিদ্ধান্তের অপেক্ষায় দিনের পর দিন কাটানোর কোন বিধান নেই বলেও জানান আইনমন্ত্রী।
অন্যদিকে, ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। কারাগারের আশপাশের এলাকার সড়কে বন্ধ করে দেয়া হয়েছে যান চলাচল । মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকরের প্রস্তুতি সম্পন্ন করেছেন কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ।