এগিয়ে থেকে লড়বে টাইগাররা
Comments are closedআফ্রিকার বিরুদ্ধে আগের আট টেস্টে পরাজিত হলেও চট্টগ্রাম টেস্টে সমানে সমানে লড়েছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে সেই টেস্ট শেষ পর্যন্ত ড্র হলেও টাইগারদের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অনেকে কিছু। বিশেষ করে বদলে যাওয়া মুশফিক বাহিনীর আত্মবিশ্বাস বেড়েছে কয়েকগুণ। সকালে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এমন কথায় জানান, বাংলাদশ টেস্ট দলের ওপেনার ইমরুল কায়েস। সংবাদ সম্মেলনে বিসিবি’র নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, প্রথম টেস্টে যেমন এগিয়ে থেকে শুরু করেছিল টাইগাররা। দ্বিতীয় টেস্টেও সে ধারা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। দুপুরে অনুশীলন করেন প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার ওপেনার ডেন এলগারও বদলে যাওয়া বাংলাদেশ দলের পারফরমেন্সের প্রশাংসা করেন। আগামী ৩০ শে জুলাই সিরিজের ২য় ও শেষ টেস্টে হোম অফ ক্রিকেটে মুখোমুখি হবে এই দুই দল। খেলা শুরু সকাল সাড়ে ৯টায়।