এটিএম জালিয়াতি ছয়জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে চিঠি
Comments are closedএটিএম জালিয়াতিতে গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিক পিওতর সেজেফানসহ ছয়জনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে দেশের সব ব্যাংকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইনানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এক আদেশে দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে রেফাজ আহমেদ, রেজাউল করীম ও মাকসুদুল আলম, সাইফুজ্জামান, হুমায়ুন কবীরেরে পাসপোর্ট নম্বরসহ স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং তাদের যেকোনো ব্যাংক হিসাব থাকলে তার তথ্য ১০ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলেছে বিএফআইইউ ।