এবার খুলনায় বর্বরতার শিকার ১১ বছরের শিশু রাকিব
Comments are closedসিলেটের পর এবার খুলনার টুটপাড়ায় বর্বর নির্যাতন করে হত্যা করা হয়েছে এক শিশুকে। মাত্র ১১ বছর বয়সী রাকিব নামে ওই শিশুকে হত্যার অভিযোগে এরই মধ্যে মূল আসামি শরীফসহ ৩ জনকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয় লোকজন। এর আগে সকালে রাকিবের বাবা নুরুল ইসলাম ছেলের হত্যার ঘটনায় একটি মামলা করেন। বিকেলে ময়নাতদন্ত শেষে রাকিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, কর্মস্থল পরিবর্তনের কারণে গতরাতে অভিযুক্তরা শিশু রাকিবের মলদ্বারে কমপ্রেশার পাইপের মাধ্যমে পেটে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করে। এতে মারা যায় শিশুটি।