এমএন লারমার ৩২তম মৃত্যু বার্ষিকী আজ
Comments are closedপার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অধিকার আদায় আন্দোলনের পুরোধা মানবেন্দ্র নারায়ন লারমার ৩২তম মৃত্যু বার্ষিকী আজ । ১৯৮৩ সালের এই দিনে খাগড়াছড়ি জেলার ভগবান টিলা এলাকায় একদল বিভেদপন্থীর হাতে আট সহযোদ্ধাসহ নিহত হন এমএন লারমা। সেই থেকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ প্রতি বছর জাতীয় শোক দিবস হিসেবে দিনটিকে পালন করে আসছে। দিবসটি উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও খাগড়াছড়িতে কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, পুষ্পার্ঘ অর্পণ, স্মরণসভা, সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।