এলাকায় গিয়ে কোন্দল পাকান মন্ত্রীরা: ওবায়দুল কাদের
Comments are closedএবার মন্ত্রীদের শপথ নিয়ে কথা বললেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সপ্তাহ শেষে মন্ত্রীরা নিজ এলাকায় চলে যাবে। এটা দেশের প্রতি, মন্ত্রীত্বের শপথের প্রতি ও প্রধানমন্ত্রীর প্রতি সুবিচার নয়। আর অনেকে এলাকায় গিয়ে কোন্দল পাকান বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে কক্সবাজারে জন্মাষ্টমীর র্যালীর আগে এক সভায় একথা বলেন ওবায়দুল কাদের।