এল ক্লাসিকোতে আজ রিয়াল-বার্সা মুখোমুখি
Comments are closedস্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে মর্যাদার লড়াইয়ে আজ চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। চলতি মৌসুমে লিগের প্রথম পর্বে সান্তিয়াগো বার্নাব্যুতে বার্সার কাছে ৪-০ গোলে হেরেছিল রোনালদোর রিয়াল মাদ্রিদ । এবার প্রতিপক্ষের মাঠে প্রতিশোধ নেয়ার প্রত্যাশায় দলের পুরো শক্তিকে মাঠে নামাচ্ছে কোচ জিনেদিন জিদান। কোচ হিসেবে এই ম্যাচটাই হবে জিদানের ক্লাসিকোর প্রথম অভিজ্ঞতা। তবে, আজকের ম্যাচে গোলের দেখা পেলে ক্যারিয়ারের ৫০০তম গোলের মাইলফলকের স্পর্শ করবে বার্সার প্রান ভোমরা লিওনেল মেসি। ৩০ ম্যাচে ২৪ জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। আর সমান ম্যাচে ২০ জয়ে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ।