এল ক্লাসিকোতে সুয়ারেজ-নেইমার জুটির জয়
Comments are closedমৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে পাত্তাই পেল না রিয়াল মাদ্রিদ। বিবিসিকে থমকে দিয়ে জয় তুলে নিয়েছে সুয়ারেজ-নেইমার জুটি। সুয়ারেজের জোড়া গোলের সঙ্গে নেইমার ও ইনিয়েস্তা মিলে চার-চারবার বল রিয়ালের জালে পাঠিয়েছেন। ম্যাচের শুরু থেকে না থাকলেও ৫৭ মিনিটে মাঠে নামেন ২৬শে সেপ্টেম্বর থেকে ইনজুরিতে থাকা বার্সার প্রাণভোমরা মেসি। তবে ঘরের মাঠে তার অভাব বুঝতে না দিয়ে রিয়ালের চেয়ে পুরো ৬ পয়েন্ট এগিয়ে থাকা নিশ্চিত করেছে বার্সার সুয়ারেজ-নেইমার।