ওয়েস্ট ইন্ডিজ এর দারুণ জয়
Comments are closedটি-টোয়েন্টি বিশ্বকাপের দারুণ ফর্ম ওয়ানডেতেও ধরে রেখে ত্রি-দেশীয় সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল ওয়েস্ট ইন্ডিজ। গতরাতে সাউথ আফ্রিকাকে ৪ উইকেটে হারায় ক্যারিবিয়রা। প্রথমে ব্যাট করতে নেমে সুনীল নারাইনের ঘূর্ণি মায়ায় মাত্র ১৮৮ রানে অলআউট হয় প্রোটিয়ারা। ২৭ রান দিয়ে ৬ উইকেট নেন নারাইন। জবাবে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় স্বাগতিকরা। ৬৭ রান করেন পোলার্ড। কাল দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। খেলা শুরু রাত ১১টায়।