কনটেইনার বিস্ফোরণে বিদেশিসহ ৪ জন দগ্ধ
Comments are closedঝিনাইদহ কনটেইনার বিস্ফোরণে বিদেশিসহ ৪ জন দগ্ধ হয়েছেন। সকালে সদর উপজেলার অচিন্তানগর গ্রামে তাজি এগ্রো ইন্ডাস্ট্রিজের কনটেইনার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চীনা নাগরিক ফ্রাংক সেভিন, অচিন্তনগর গ্রামের শাহাজান মোল্লার ছেলে জালাল হোসেন, একই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে মনির জান ও ঢাকা জেলার জোবায়ার হোসেন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ফ্রাংক সেভিন ও মনির জানের অবস্থা আশঙ্কাজনক।