কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে ক্রিকেটাররা
Comments are closedঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং বাংলাদেশ এ দলের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে সকাল থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছে ক্রিকেটাররা। মিরপুরের হোম অফ ক্রিকেট ও ক্রিকেট একাডেমিতে ক্যাম্পে অংশ নিয়েছে বিসিবি ঘোষিত এলিট দলের ২৫ সদস্য। সাকিব ও মাশরাফি দেশের বাইরে থাকায় প্রথম দিকে তারা এই ক্যাম্পে যোগ দিতে পারবেন না। আগামী ২৮শে সেপ্টেম্বর দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে বাংলাদেশ আসবে অজিরা। আর অক্টোবর নাগাদ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ এ দল।