কপ-২১ তে উপস্থিত বিশ্ব নেতারা
Comments are closedফ্রান্সের প্যারিসে শুরু হল কপ টুয়েন্টি ওয়ান নামে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন। যাতে অংশ নিতে দেশটিতে একত্রিত হয়েছেন বিশ্বনেতারা। এবারের জলবায়ু সম্মেলনের মূল লক্ষ্য কার্বন নিঃসরণ কমিয়ে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস কমাতে একটি কার্যকর চুক্তিতে উপনীত হওয়া। সম্মেলনে প্রতিনিধিদের উদ্দেশ্যে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার দ্বন্দ্ব দিন দিন প্রকট হয়ে উঠছে। তিনি বলেন, জলবায়ু রক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্র একা কিছু করতে পারে না। তবে কিছু করে দেখানোর ব্যপারে অঙ্গীকার করেন ওবামা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, কার্বণ নিঃসরণ কমাতে প্যারিস সম্মেলনে বড় কিছু ঘটবে বলে তিনি আশা করেন না। তবে নতুন কিছুর শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।