কমলাপুরে সোনার বার উদ্ধার।
Comments are closedরাজধানীর কমলাপুরে চট্টগ্রাম থেকে আসা এক ব্যক্তির প্যান্টের বেল্ট থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে রেল পুলিশ। সকালে কমলাপুর রেলগেটের কাছে এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তার শরীর তল্লাশি করে বেল্টে লুকানো সোনার বারগুলো উদ্ধার করেন পুলিশ। ২৫ ভরি ওজনের এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা। বিস্তারিত জানতে আটক বলাই পালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনোয়ার মহিউদ্দীন নামে এক যাত্রীর কাছ থেকে ৪৫ লাখ টাকা সমপরিমাণের বৈদেশিক মুদ্রা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতরাতে মুদ্রাসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটকের কাছ থেকে অবৈধভাবে বহনের অভিযোগে এক লাখ ৮০ হাজার সৌদি রিয়াল, ৮ হাজার ৫০০ ইউরো, ৬৪৪ রিঙ্গিত উদ্ধার করা হয়েছে।