কর্মব্যস্ততা শুরু অফিস পাড়ায়
Comments are closedসরকারি হিসেবে ঈদের ছুটি শেষ হয়েছে রোববার। আজ থেকে আবারও কর্মব্যস্ততা শুরু মতিঝিলের অফিস পাড়ায়। চালু হয়েছে ব্যাংক, বীমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তবে সবখানেই ছিল ঈদের আমেজ। গ্রাহকদের উপস্তিতিও ছিল কম। তবে, প্রয়োজনের খাতিরে যারা এসেছেন ভিড় না থাকায় তারাও খুশি। যদিও কিছু কিছু ক্ষেত্রে সেবা পেতে ভোগান্তির কথা জানিয়েছেন তারা।এদিকে, টানা ছয় দিন ছুটির পর কাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই’তে লেনদেন শুরু হবে।