কাচাবাজারে বেড়েছে নিত্যপন্যের দাম
Comments are closedরাজধানীর কাচাবাজারে নিত্যপন্যের দাম উখনও উর্ধ্বমূখী। ছোলা, ডাল, ডিম কিংবা তেলের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে সবজির দাম। বেশিরভাগ সবজি এখনও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। কেজিতে ১ থেকে ৩ টাকা বেড়েছে চালের দামও। মাংসের দামের তারতম্য না থাকলেও, লাগাম নেই মাছের বাজারে।