কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করার ঘোষণা
Comments are closedইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট -আইএস গোষ্ঠীর বিরুদ্ধে মোতায়েন করা কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সদ্য বিজয়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির জাতীয় নির্বাচনে তার দল লিবারেল পার্টি, জয়লাভের কয়েক ঘন্টা পর তিনি এ ঘোষণা দেন। এ বিষয়ে গতকাল তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বলেও জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। জাস্টিন ট্রুডো সোমবার অনুষ্ঠিত হওয়া ওই নির্বাচনে স্টিভ হার্পারের কনজারভেটিভ পার্টিকে পরাজিত করে ক্ষমতায় আসেন।