কারাগার শুধু বন্দিখানা নয়, অপরাধীদের জন্য সংশোধনাগার: প্রধানমন্ত্রী
Comments are closedবাঁশখালী, রামপালসহ দেশের বিভিন্নস্থানে বিদ্যুৎ প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আন্দোলনের কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেরাণীগঞ্জে স্থানান্তরিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্বোধন কালে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, কারাগার শুধু বন্দিখানা নয়, এটা হবে অপরাধীদের জন্য সংশোধনাগার।