কার্যকর হতে যাচ্ছে ইইউ-তুরস্কর চুক্তি
Comments are closedঅভিবাসী স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন আর তুরস্ক যে চুক্তি করেছে, সেটি আজ থেকে কার্যকর হতে যাচ্ছে। কিন্তু চুক্তি কার্যকরে প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে এটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। ইউরোপে অভিবাসীদের স্রোত যাতে কমিয়ে আনা যায়, সেজন্যই তুরস্কের সঙ্গে চুক্তিটি করা হয়। বিবিসির একজন সংবাদদাতা বলছেন, তুরস্কে চুক্তিটি কার্যকরে খুব সামান্য প্রস্তুতি দেখা যাচ্ছে। এদিকে, জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলো এর মধ্যেই আশংকা প্রকাশ করেছে যে, চুক্তিটি অভিবাসীদের জন্য ভালো হবে না। এমনকি তাদের হয়তো জোর করে সিরিয়ায় পালিয়েও দেয়া হতে পারে। অন্যদিকে, শনিবার চুক্তিটির প্রতিবাদে গ্রীস, তুরস্ক এবং মেসিডোনিয়া সীমান্তে বিক্ষোভ করেছেন অভিবাসী ও স্থানীয় বাসিন্দারা।