কাল্ও আদালতে যাচ্ছেননা খালেদা জিয়া
Comments are closedঅসুস্থতার কারণে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকালও আদালতে যাচ্ছেন না বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ৩ ডিসেম্বর বকশীবাজার বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। ওই দিন আদালতে না যাওয়ায় আদালত ১০ ডিসেম্বর দিন নির্ধারণ করেন। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক।