কাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলা
Comments are closedএকটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যয় নিয়ে আগামীকাল থেকে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যপী ব্যাংকিং মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রতিদিন মেলা শুরু হবে সকাল ১০টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এতে অংশ নেবে দেশে কার্যরত ৫৬টি ব্যাংক, ৮টি আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট ও আইডিবি। মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিদর্শন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।