কাল রায় পুনর্বিবেচনা আবেদন করবেন নিজামী
Comments are closedমানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রায় পুনর্বিবেচনা আবেদন করতে যাচ্ছেন। আগামীকাল মতিউর রহমান নিজামীর পক্ষে এ আবেদন করা হবে বলে জানিয়েছেন তাঁর ছেলে ব্যারিস্টার নাজিব মোমিন। নাজিব বলেন, নিয়ম অনুযায়ী ‘রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হয়। সে হিসেবে ৩১ মার্চ পর্যন্ত আমাদের সময় রয়েছে। এর আগে গত ১৫ মার্চ মৃত্যুদণ্ড দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। চূড়ান্ত আপিলের রায়ে তিনটি অভিযোগে নিজামীর মৃত্যুদন্ড, তিনটিতে খালাস, দুটিতে যাবজ্জীবন দেয়া হয়।