কাল শুরু হচ্ছে প্রথম সেমিফাইনালে
Comments are closedটি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে শেষ চারের লড়াই শুরু হচ্ছে কাল থেকে। প্রথম সেমিফাইনালে বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। পরদিন, দ্বিতীয় সেমিফাইনালে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। দু’টি খেলাই শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। এদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতরাতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিয়ম রক্ষার ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ১২০ রানে অলআউট হয় লঙ্কানরা। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা।