কায়রোতে নাইটক্লাবে ককটেল বিস্ফোরণ, নিহত ১৮, আহত ৫
Comments are closedমিসরের রাজধানী কায়রোতে একটি নাইটক্লাবে ককটেল বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। দেশটির প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরার জানিয়েছে, কায়রোর আগুয়াজা এলাকার একটি নাইটক্লাবে বোমার বিস্ফোরণ ঘটায় ওই ক্লাবেরই এক কর্মচারী। তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কায়রো পোস্ট পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, সম্প্রতি দেশটিতে হামলার ঘটনা বেড়ে গেছে। ২০১৩ সালে দেশটির নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পদচ্যুত করে ক্ষমতা নেয় সেনাবাহিনী। এরপর থেকে বিরোধীপক্ষগুলোর ওপর নির্যাতন চালিয়ে আসছে সরকার।