কিছুদিন পর ক্রসফায়ারের টার্গেট হবে বিএনপির নেতাকর্মীরা
Comments are closedসরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে না পেরে নিজেদের নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন। দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা না হলে কিছুদিন পর বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ারের টার্গেট করা হতে পারে। এছাড়া, সরকার জনগণের রায়কে ভয় পায় বলে বিভিন্ন সিটি করপোরেশন ও থানা পর্যায়ে জনপ্রতিনিধিদের অপসারণ করে নিজেদের অনুগতদের নিয়োগ দিচ্ছে। এ পর্যন্ত বিএনপি সমর্থিত ৫৩৮ জন জন প্রতিনিধিকে অপসারণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।