কিবরিয়া হত্যার চার্জ গঠন ১৮ আগস্ট
Comments are closedআবারও পেছাল সাবেক অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া হত্যাকাণ্ডের চার্জ গঠনের তারিখ। আগামী ১৮ই আগস্ট মামলার চার্জ গঠনের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আদালত। সকালে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলায় গ্রেফতারকৃত আসামিদের উপস্থিত করা হয়। তবে সিলেট সিটির বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী অনুপস্থিত থাকায় ষষ্ঠ বারের মত পেছাল চাঞ্চল্যকর এ মামলার চার্জ গঠনের তারিখ।