কুনদুজ পুনর্দখলে লড়াই চালিয়ে যাচ্ছে আফগান সেনাবাহিনী
Comments are closedতালেবান জঙ্গিদের কাছ থেকে উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর কুনদুজ পুনর্দখল করতে লড়াই চালিয়ে যাচ্ছে আফগানিস্তান সেনাবাহিনী। লড়াইয়ে তাদের সহয়তা করছে মার্কিন বিমান বাহিনী। সরকারের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা জানান, এরিই মধ্যে সেনাবহিনীর হামলায় প্রদেশটির প্রধান তালেবান নেতা ও তার সহকারী নিহত হয়েছেন। তবে, এ বিষয়টি অস্বীকার করেছে তালেবান জঙ্গিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ শহরটি গত সোমবার দখলে নেয় তালেবান বিদ্রোহীরা।