ক্যামেরুনের আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫
Comments are closedক্যামেরুনের উত্তরাঞ্চলে দুই নারীর আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। উত্তরাঞ্চলের গভর্নর মিডজিইয়া বাকারি জানান, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে প্রথম হামলাকারী ফটোকল শহরের পার্শ্ববর্তী একটি গ্রামের বসতিতে বোমা বিস্ফোরণ ঘটায়। অপরজন, একটি ওয়েল্ডিং শপের কাছে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। ফটোকল শহরে প্রায়ই নাইজেরিয়ার সক্রিয় জঙ্গি সংগঠন বোকো হারাম হামলা ঘটনা ঘটায় বলেও উল্লেখ করেন তিনি।