ক্লিন ঢাকা কনসার্ট স্থগিত
Comments are closedঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ক্লিন ঢাকা’ কনসার্টটি স্থগিত করা হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়। গতকাল রাতে সংবাদ সম্মেলনে আয়োজকরা আরও জানান, অল্প সময়ের মধ্যেই কনসার্টের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে। এছাড়া যারা অনুষ্ঠানের টিকিট কিনেছিলো তারা ইচ্ছা করলে টিকিট ফেরত দিতে পারবেন অথবা পরবর্তীতে এই অনুষ্ঠান হলে সে টিকিট ব্যবহার করতে পারবেন। এই কনসার্টটির মাধ্যমে বলিউড তারকা কারিনা কাপুরের ঢাকা মাতানোর কথা ছিল।