খালেদার নাশকতার মামলা : অভিযোগ গ্রহণ বিষয়ে আদেশ ২৯ ডিসেম্বর
Comments are closedরাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ বিষয়ে আদেশ আগামী ২৯ ডিসেম্বর ধার্য করেছে আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ দিন নির্ধারণ করেন। এদিন এ মামলায় অভিযোগপত্র গ্রহণবিষয়ক আদেশের জন্য দিন ধার্য ছিল। বিচারক অভিযোগপত্রটি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে নতুন এ দিন নির্ধারণ করেন। গত ২৪ শে জানুয়ারি পুলিশ বাদি হয়ে ওই মামলাটি করেন।