খালেদার বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার আদেশ ২ নভেম্বর
Comments are closedরাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে করা ২ মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেওয়ার বিষয়ে ২ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন। গত বছরের ২৩ জানুয়ারিতে বাসে হামলার ওই ঘটনার পরদিন যাত্রাবাড়ি থানায় মামলা করে পুলিশ। এতে খালেদাসহ বিএনপি নেতাদের হুকুমের আসামি করা হয়। রাষ্ট্রপক্ষের কৌশুলী আবদুল্লাহ আবু এসব কথা জানান। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবি সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, আদালত অভিযোগপত্র আমলে নিলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।