খালেদা জিয়ার নতুন পরিকল্পনা ভিশন-২০৩০
Comments are closedসব শঙ্কা-আশঙ্কাকে দূরে ঠেলে অবশেষে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ষষ্ঠ জাতীয় সম্মেলন। সেখানে নতুন একটি পরিকল্পনার খসড়া তুলে ধরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। জানান, ক্ষমতায় গেলে দুই কক্ষবিশিষ্ট সংসদ করবেন তিনি। আর আপাতত সরকারবিরোধী কোন কর্মসূচি ঘোষণা না করে আবারও সংলাপের আহবান জানিয়েছেন ক্ষমতাসীনদের প্রতি। এবার কাউন্সিলরদের কণ্ঠভোটেও বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হলেন খালেদা জিয়া। একইভাবে নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানও। বিকেলে দলটির কাউন্সিলের দ্বিতীয় পর্বে কাউন্সিলররা কণ্ঠভোটে তাদের নির্বাচিত করেন।