খিলগাঁওয়ে বাসায় ঢুকে ব্লগারকে হত্যা
Comments are closedরাজধানীতে আবারও এক ব্লগারকে হত্যা করল দুর্বৃত্তরা। এবার খিলগাঁও এলাকার গোড়ানে দুপুরে বাসায় ঢুকে নীলাদ্র চ্যাটার্জি নামে এক ব্লগারকে খুন করা হয়। সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার এই ব্লগার ইস্টিশন ব্লগে লিখতেন নিলয় নীল নামে। গত কিছুদিন ধরে হুমকি পেয়ে আসছিলেন বলে ফেইসবুক থেকে নিজের সব ছবি সরিয়ে ফেলার পাশাপাশি ঠিকানার জায়গায় বাংলাদেশের বদলে লিখেছিলেন কলকাতার নাম। এছাড়া লেখক অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ফরাবি সফিউর রহমানের হিটলিষ্টেও নাম ছিল নিলয়ের। সে গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। পুলিশ জানায়,নিলয়ের গলা ও ঘাড়ে এলোপাতাড়ি কোপের চিহ্ন রয়েছে। এর আগে অন্য ব্লগারদের যেভাবে হত্যা করা হয়েছে,এই হত্যাকাণ্ডের ধরণও একই। এর আগে ব্লগার অভিজিৎ রায়,রাজিব হায়দার ওরফে শোভন,অনন্ত বিজয় দাশ ও ফেসবুকে লেখালেখি করা ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়। এছাড়া ব্লগার আসিফ মহিউদ্দিনকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়। এদিকে, নিলয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম।