খিলগাওয়ে কেএফসির ১৬ তম শাখার উদ্বোধন
Comments are closedরাজধানীর খিলগাওয়ের শহীদ বাকি সড়কে উদ্বোধন করা হলো বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক রেস্টুরেন্ট কেএফসির ১৬ তম শাখা। দুপুরে কেএফসির নতুন শাখায় উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আক্কু চৈাধুরী। এসময় তিনি বলেন, শহীদ মুক্তিযোদ্ধা আবদুল্লাহিল বাকিসহ স্বাধীনতার যুদ্ধে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে উৎসর্গ করা হলো এই রেস্টুরেন্ট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দেশের প্রথম এফএম নিউজ স্টেশন রেডিও ধ্বনি।