খুলনায় বাঘের চামড়া সহ আটক-দুই
Comments are closedখুলনায় বাঘের চামড়া পাচার চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। সকালে বরিশালে র্যাব-৮ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে মেজর আদনান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার খুলনা সদর থানার পূর্ব বানিয়া খামার এলাকায় অভিযান চালিয়ে বাঘের চামড়াসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা বাঘের চামড়াটি দৈর্ঘ্যে লেজসহ ছয় ফুট পাঁচ ইঞ্চি। আটক দু’জন দেশের বাইরে বাঘের চামড়া পাচারের সঙ্গে জড়িত বলে জানান তিনি।